মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার মডেল থানাধীন পৌরসভাস্থ চৌমুহনা পয়েন্টে শমসেরনগর রোডে গত ০৬ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা বিএনপি’র বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য সাধারন জনগনের মধ্যে লিফলেট বিতরন করাকালে পুলিশ বাঁধা দিলে পুলিশের সাথে বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল হইতে ০৫ জন নেতা কর্মীকে গ্রেফতার করে এবং অন্যান্য নেতাকর্মীরা ঘটনাস্থল হইতে পালিয়ে যায়। গ্রেফতারকৃত নেতা কর্মীদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করিলে তাহারা তাহাদের সঙ্গীয় আরও ০৭ জন নেতা কর্মীর নাম ঠিকানা প্রকাশ করে। উক্ত ঘটনায় মৌলভীবাজার মডেল থানার পুলিশ এসআই/(নিঃ) মোঃ মুখলেছুর রহমান লস্কর বাদী হয়ে গ্রেফতারকৃত বিএনপি ও অংগ সংগঠনের ০৫ জন নেতা কর্মী সহ মোট ১২ জন নেতা কর্মীর নাম উল্লেখ করিয়া ও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করিয়া মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যাহা মৌলভীবাজার মডেল থানার মামলা নং-০৮, তাং-০৬/০৮/২০২২, জি আর ৩৩৬/২২ইং (সদর), ধারা: ১৪৩/১৫৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ পেনাল কোড। উক্ত মামলার আসামীরা হলেন: ১। রুবেল আহমদ (৩০), পিতা-নেছার মিয়া, সাং-বরমান, ২। জাকির হোসেন (৩৯), পিতা-শামছুল ইসলাম, সাং-সৈয়ারপুর, ৩। তাজুদ চৌধুরী (২৫), পিতা- আজাদুর রহমান, সাং-রঘুনন্দনপুর, ৪। সাব্বির আহমদ (২৩), পিতা-মৃত গোলাম মোস্তফা, সাং-বারহাল, ৫। শাকিল মিয়া (২০), পিতা-মৃত শানুর মিয়া, সাং-কাগাবালা, ৬। সৈয়দ আবেদুল ইকবাল হিমেল (১৯), পিতা-সৈয়দ মুনির ইকবাল, সাং- বর্শিজুড়া, ৭। আল আমিন (২৭), পিতা-অজ্ঞাত, সাং-বেরীরচর, ৮। মোঃ রিপন মিয়া (৩২), পিতা-অজ্ঞাত, সাং-কলেজ রোড, ৯। মোহাম্মদ রাহি আহমদ (৩০), পিতা: মোহাম্মদ আব্দুস ছামাদ, সাং- বাহার মর্দান, ১০। সেলিম মিয়া (৩৮), পিতা-অজ্ঞাত, সাং-কাশিনাথ রোড, ১১। মামুন আহমদ (৩৫), পিতা-অজ্ঞাত, সাং- বলিয়ারবাগ, ১২। মাহমুদ মিয়া (৪০), পিতা-অজ্ঞাত, সাং-পশ্চিম বাজার, সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন। উক্ত মামলার বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নিকট জানতে চাইলে বলেন, পলাতক আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করতেছে। শিঘ্রই পলাতক আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।