বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারে বিভিন্ন ব্যক্তির নামে লন্ডন থেকে সাহায্যের জন্য পোষ্ট অফিসের মাধ্যমে পাঠানো ৯টি চেক আসল মালিককে না দিয়ে গায়েব করে দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে একটি প্রতারক চক্র। সম্প্রতি এর প্রতিকার চেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন লন্ডন প্রবাসী মো: ইয়াওর বক্ত চৌধুরী ও মৌলভীবাজার জর্জ কোর্টের আইনজিবী এইচ এম মোশতাক আহমদ।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, লন্ডন প্রবাসী মো: ইয়াওর বক্ত চৌধুরী তাঁর গ্রামের বাড়ী ও পার্শ্ববর্তী গ্রামের মানুষের নামে গত বছরের নভেম্বরে ও চলতি মাসে মোট ৯টি চেক প্রদান করেন। পরবর্তীতে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন মৌলভীবাজার প্রধান ডাকঘর থেকে একটি অসাধু চক্র চেকগুলো হাতিয়ে নিয়ে সোনালী ব্যাংক কোর্ট রোড শাখা থেকে গত ১১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ জানুয়ারী পর্যন্ত ৭টি চেকের টাকা উঠিয়ে নিয়ে যায়।অবশিষ্ট দুটি চেকের টাকা তিনি ব্যাংককে বলে বন্ধ করে রাখেন। গত ১১ নভেম্বর চেক নং-৬৪১৮৮৩৪ দিয়ে হেলেনা বেগম নামে এক মহিলা সোনালী ব্যাংক কোর্ট রোড শাখা থেকে ৪ হাজার টাকা, চেক নং-৬৪১৮৮৩৫ দিয়ে একই ব্যংক থেকে সেজুল মিয়া গত ২ জানুয়ারী একই ব্যাংকের মৌলভীবাজার মডেল শাখা থেকে ৬ হাজার টাকা, চেক নং-৬৪১৮৮৩৬ দিয়ে রেজিয়া বেগম গত ২৭ ডিসেম্বর সোনালী ব্যাংক কোর্ট রোড শাখা থেকে ২ হাজার টাকা, চেক নং-৬৪১৮৮৪১ দিয়ে রোমেনা বেগম ১ জানুয়ারী সোনালী ব্যাংক কোর্ট রোড শাখা থেকে ৬ হাজার টাকা, চেক নং-৬৪১৮৮৪২ দিয়ে রয়েল মিয়া ৩ জানুয়ারী একই ব্যাংকের মৌলভীবাজার মডেল শাখা থেকে ৬ হাজার টাকা, চেক নং-৬৪১৮৮৪৩ দিয়ে সিরাজ মিয়া ১৪ জানুয়ারী সোনালী ব্যাংক কোর্ট রোড শাখা থেকে ১০ হাজার টাকা, চেক নং-৬৪১৮৮৪৪ দিয়ে সত্যলাল দেব ৩০ জানুয়ারী একই ব্যাংকের মৌলভীবাজার মডেল শাখা থেকে ৫ হাজার টাকা উত্তোলন করে নিয়ে যায়।