শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
নজরুল ইসলাম মুহিব: ৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস ইনার হুইল ক্লাব অব মৌলভীবাার মিডটাউন এর উদ্যোগে নারী দিবসের আলোচনা ও জেলার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে রামাদ্বানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ।
সোমবার (১১ মার্চ) ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন এর আয়োজনে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কার্যালয়ের হল রুমে আলোচনা সভা,ও দুস্থ ও অসহায় মানুষের মধ্যে রামাদ্বানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন এর সৈয়দা কায়রুননেছা ইয়াসমিনের সভাপতি সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অপরাজিতা রায় এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পলিসি ফোরামের সভাপতি ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
বক্তব্য রাখেন মাধুরী মজুমদার,সৈয়দা মাহবুবা রহমান,নুসরাত জাহান,শাহানা সুলতানা সিমলা,ফাতেমা ইসলাম,ফাতেমা জহুরা বিউটি,নিলুফার ইয়াসমিন,হালিমা আকতার চৌধুরী,শাহরিন সুলতানা,মুনজিলা, নিলুফার জেসমিন মুক্তি প্রমুখ ।