সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি: মুসলিম কমিউনিটি মৌলভীবাজার’র উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত ।
আজ শুক্রবার (২৯ মার্চ) মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মুসলিম কমিউনিটি মৌলভীবাজার’র সদস্য সচিব মাওলানা মাহদী হাসান কামাল ও যুগ্ম সদস্য সচিব মাওলানা শাহ মিসবাহ’র যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আহবায়ক মাওলানা শায়খ নূরে আলম হামিদী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা শায়খ আব্দুর রহমান ধরমপুরী, জামেয়া রাহমানিয়া মৌলভীবাজারের প্রিন্সিপাল মাওলানা জামিল আহমদ আনসারী, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল ড. ফজলুল আলী, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান মক্কী, মুন্সিবাজার মাদরাসার শায়খুল হাদিস মুফতি আশরাফুল হক, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা হিফজুর রহমান ফুয়াদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রাহমান টিপু, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, মৌলভীবাজার পৌরসভা কাউন্সিলর ফয়সল আহমদ, কাউন্সিলর আছাদ আহমদ মক্কু, পৌরসভা সাবেক কমিশনার আয়াছ আহমদ, নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, লাইফ লাইন মৌলভীবাজারের এমডি মাওলানা আব্দুল হাকিম, কাশিনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিদুল ইসলাম, মৌলভীবাজার পূবালী ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম রাকিব প্রমুখ।
আলোচনা পর্ব শেষে মাওলানা শায়খ আব্দুর রহমান ধর্মপুরীর মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।