1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আশুলিয়ায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামিসহ বিভিন্ন মামলায় ৯ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে আশুলিয়া থানার একাধিক টিমের অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার মৃত ওমর আলীর ছেলে মো. কামরুজ্জামান খান, শ্রীপুর পাইকারি কাঁচাবাজারের ব্যবসায়ী ও নাছির মণ্ডলের ছেলে মো. মেহেদুল মণ্ডল, জামগড়া এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. আফজাল হোসেন (৪১), পল্লিবিদ্যুতের ডেন্ডাবর এলাকার হাজী আ. কাদের হাওলাদারের ছেলে রবিউল আলম হাওলাদার (৪৮), রবিউল আলম হাওলাদারের ছেলে সিয়াম হাওলাদার নজরুল ইসলামের ছেলে মো. মোস্তফা (২০), বরগুনা জেলার বামনা থানার জয় নগর গ্রামের সুলতান হাওলাদারের ছেলে আল আমিন (৩৩), ময়মনসিংহ জেলার গফরগাও থানার চর্মছলন্দ গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. মিজান ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চাপর গ্রামের রফিক মোল্লার ছেলে মো. আরিফ (৩০)।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মধ্যরাত থেকে আজ সকাল পর্যন্ত আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একাধিক টিম। অভিযানে হত্যা মামলার আসামিসহ বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, আশুলিয়া থানা এলাকার অপরাধীদের গ্রেপ্তারে তৎপর পুলিশ। আমাদের এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..