মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: রাজনগরে কাশেম বাজার (মধুর দোকান) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনদের মামলা দিয়ে হয়রানী করা অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মুক্তেশ্বর দাস মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন করেছেন গত ১৬ নভেম্বর রাতে। লিখিত বক্তব্য তিনি জানান- গত ৮ আগষ্ট স্থানীয় কাশেম বাজার (মধুর দোকান)- লোকনাথ গ্রোসারী সপ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুঠপাট করা হয়। এ ঘটনায় মহেশ লাল দাস বাদী হয়ে পিন্টু সুলতান (৫০)সহ ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০জনকে আসামী করে দ্রæত বিচার (সিআর মামলা নং-০৪/২০২৪, তারিখ : ইং) মামলা দায়ের করেন। অপরদিকে- গত ৯ আগস্ট কাশেম বাজার (মধুর দোকান) হামলা ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় মো: টিপু সুলতান, পিন্টু সুলতানগংদের আসামী করে (মামলা নং-০৪/২০২৪ইং, তারিখ : ১৫/০৮/২০২৪ইং) মামলা দায়ের করা হয়। পুলিশ ও র্যাব অভিযান পরিচালনা করে পিন্টু সুলতানগংদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। একাধিক আসামী জামিনে মুক্ত হয়ে উক্ত মামলার বাদীসহ স্বাক্ষীদের হুমকি প্রদান করছেন। তাদের ভয়ে নিরাপত্তাহীনতা ভুগছেন বলে অভিযোগ করেন। মুক্তেশ্বর দাস আরো বলেন- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুঠপাট এবং চেয়ারম্যান ছানা-কে হত্যা মামলার আসামীরা উক্ত মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে মামলার বাদী ও স্বাক্ষীদের বাড়ী-ঘর ছাড়া করতেই গত ১৫ নভেম্বর রাজনগর থানায় মহেশ লাল দাসসহ ১৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫/২৬জন-কে আসামী করে ( মামলা নং-০৭, তারিখ : ১৫/১১/২০২৪ইং) দায়ের করা হয়েছে। তিনি উক্ত মামলাসহ সমুহ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবী করেন।