মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ছুরিকাঘাতে হারুনুর অর রশিদ (৩৫) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের শুম্ভুপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
হারুনুর অর রশিদ শুম্ভুপুর এলাকার মৃত গিয়াস উদ্দিন ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শম্ভুপুর রেল ক্রসিংয়ের কাছে একটি চায়ের দোকানে বসা ছিলেন হারুনুর অর রশিদ। এসময় তুচ্ছ ঘটনা নিয়ে একই এলাকার কফিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে হারুনুর অর রশিদকে ছুরিকাঘাত করে জসিম উদ্দিন পালিয়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পুলিশ মাঠ পর্যায়ে কাজ করছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।