1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

প্রথম আফগান হিসেবে আইসিসির বর্ষসেরা ওমরজাই

  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ব্যাট হাতে ২০২৪ সালে আলো ছড়িয়েছিলেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত।
এরই স্বীকৃতি পেলেন এবার। জিতলেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার। আফগান কোনো ক্রিকেটার হিসেবে এই পুরস্কারে তিনিই প্রথম। আজ ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার হিসেবে ওমরজাইয়ের নাম ঘোষণা করেছে আইসিসি। গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত হওয়ার পর সেটি প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুশল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের শেরফেইন রাদারফোর্ডকে।
২০২৪ সালে পাঁচ ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতেই জয় পেয়েছে আফগানিস্তান। যেখানে সবচেয়ে বড় অবদান ছিল এই ওমরজাইয়ের। ১৪ ওয়ানডের ১২ ইনিংসেট ব্যাট করা এই অলরাউন্ডার ৫২.১২ গড় ও ১০৫.৫৬ স্ট্রাইক রেটে করেন ৪১৭ রান। তিন ফিফটির পাশাপাশি হাঁকান একটি সেঞ্চুরিও। এছাড়া বল হাতেও দুর্দান্ত ছিলেন ওমরজাই। ১৩ ইনিংসে বল করা এই পেসার গত বছর ওভারপ্রতি ৪.৯০ রান দিয়ে ওমারজাই উইকেট নেন মোট ১৭টি। পরপর দুই ম্যাচে নেন ৪টি করে উইকেট। দারুণ এই পারফরম্যান্সেই জিতে নিয়েছেন বর্ষসেরার পুরস্কার।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..