শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
শেখ রিয়াদ ইসলাম স্বপ্ন, সিলেট : সিলেট উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্কলার্সহোম শিবগঞ্জ শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান স্কলার্সহোম শিবগঞ্জ শাখা র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাস কর্তৃক জাতীয় পতাকা ও উপাধ্যক্ষ মিস শানিজ ফাতেমা ইব্রাহিম কর্তৃক ট্রাষ্টের পতাকা উত্তোলন ও অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কো-অর্ডিনেটর মিস শর্মিলী রায়সহ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ গ্রহনে শান্তির প্রতীক হিসেবে কবুতর উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ মার্চ পাস্ট অনুষ্ঠিত হয়। মার্চ পাস্ট এর দায়িত্বে ছিলেন মিস পাপড়ি, মিস মিথীলা ও মিস এনিসহ প্রমুখ।
শেষে বিদ্যালয়ের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাস ক্রীড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়ার গুরুত্ব অপরিসীম। এটি শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, শৃঙ্খলাবোধ, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করে। অনুষ্ঠানটির সার্বিক প্রানবন্ত সঞ্চালনা করেন মিস শারমিন।