1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সিলেটে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৫১ বার পঠিত

সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। এ সময় ৩ জনের মৃত্যু ও ১১৭ জন শনাক্ত হয়েছে। নতুন মৃত্যুসহ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৬৮৬ জন।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনা বিষয়ক দৈনন্দিন তথ্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে গতকাল মঙ্গলবার অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু ৯৭ জন আক্রান্ত হয়েছিল।

তথ্য বিবরণী থেকে যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১১ দশমিক ৫৮ শতাংশের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ১০ দশমিক ৩০ শতাংশ, সুনামগঞ্জে ১২ দশমিক ৫০ শতাংশ, হবিগঞ্জে ১৮ দশমিক ৫২ শতাংশ এবং মৌলভীবাজারে ১৩ দশমিক ১৯ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ১১৭ জনের মধ্যে ৭১ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২ জন, হবিগঞ্জের ১৫ জন এবং মৌলভীবাজার জেলার ১৯ জন।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৬৮৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৫৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৮০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৫০ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৯০১ জন রয়েছেন।

একই সময়ে সিলেটে ১১৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৮৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ২৯ জন মৌলভীবাজার জেলার রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৪৫ হাজার ৮২১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩০ হাজার ৯৯ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৮৩০ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৪২১ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৪৭১ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৩ জনের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১১৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯২৩ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

এদিকে একই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের ১২ জনই সিলেট জেলায়। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩০৯ জন, সুনামগঞ্জের হাসপাতালে ১৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৬ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন আছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..