1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ম্যানইউকে রুখে দিল অ্যাস্টন ভিলা

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১৭২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : আক্রমণ পাল্টাআক্রমণে লড়াই হলো জমজমাট। দুই গোলে এগিয়ে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ধরে রাখতে পারল না ব্যবধান। অ্যাস্টন ভিলার জার্সিতে অভিষেকে আলো ছড়ালেন ফিলিপে কৌতিনিয়ো। ৫ মিনিটের ঝড়ে রালফ রাংনিকের দলকে রুখে দিল স্টিভেন জেরার্ডের দল। ভিলা পার্কে শনিবার রাতে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় ইউনাইটেড। ফ্রি-কিকে আলেক্স তেলেস ছোট পাস দেন ফের্নান্দেসকে। পর্তুগিজ মিডফিল্ডারের শটে ডি-বক্সে এদিনসন কাভানি পা বাড়িয়ে দিলেও বল স্পর্শ করেনি, তবে এমিলিয়ানো মার্তিনেস মনঃসংযোগ হারিয়ে ফেলেন। আর্জেন্টাইন গোলরক্ষক তার সোজাসুজি বল ধরতে পারেননি, তার বুকে লেগে দুই পায়ের ফাঁক দিয়ে জড়ায় জালে। ১৮ মিনিটে আরেকটি সুযোগ পায় সফরকারীরা। এবার ম্যাসন গ্রিনউডের শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি মার্তিনেস। ৩৫তম মিনিটে কর্নারে আর্জেন্টাইন মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়ার জোরাল হেড ঠেকিয়ে জাল অক্ষত রাখেন ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ভালো একটি সুযোগ পান কাভানি। ডি-বক্সে ঢুকে উরুগুয়ের স্ট্রাইকারের শট ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেস। পরক্ষণে র‌্যামজির শট ডান দিকে ঝাঁপিয়ে ফেরান দে হেয়া। ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান ফের্নান্দেস। ফ্রেদের পাস ধরে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

৭০তম মিনিটে বদলি নামেন বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় আসা কৌতিনিয়ো। ছয় মিনিট পর দারুণ পাসিং ফুটবলে ব্যবধান কমায় স্বাগতিকরা। যেখানে অবদান আছে কৌতিনিয়োর। তার পাসে বল একজনের পা ছুঁয়ে পাওয়ার পর ডান পায়ের শটে গোলটি করেন র‌্যামজি।

৮২তম মিনিটে সমতায় ফেরা গোলে র‌্যামজি অবদান রাখেন। ইংলিশ মিডফিল্ডারের পাস দূরের পোস্টে পেয়ে ফাঁকা জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়ো।

২০ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে আগের মতো সপ্তম স্থানেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অ্যাস্টন ভিলা। দিনের প্রথম ম্যাচে চেলসিকে ১-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লিভারপুল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..