শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
মিজানুর রহমান মিজান :: কেক কাটা, শোভাযাত্রা, মাস্ক ও কম্বল বিতরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারে এশিয়ান টিভির নবম বর্ষপূর্তি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় ও এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইমজা সাধারণ সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, এডভোকেট নুরুল ইসলাম শেফুল প্রমুখ।
অনুষ্ঠানের শেষে কেক কাটেন অতিথিরা।