1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১৭২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: কমনওয়েলথ গেমস ক্রিকেটে জায়গা করে নেওয়ার লক্ষ্যে ২০ ওভারে বাছাই ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা বড় জয় দিয়ে মিশন শুরু করেছে। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিনরারা একাডেমি ওভাল মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে।

আগে ব্যাট করে মালয়েশিয়া ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৪৯ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশ সেই রান অতিক্রম করে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে। পাঁচ দলের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল খেলবে মূল আসরে। চলতি বছর জুলাই-আগস্টে বার্মিংহামে অনুষ্ঠিত হবে বাইশতম কমনওয়েলথ গেমস।

টস জিতে মালয়েশিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে তার পুরো ফায়দা তুলে নেন দলনেত্রী নিগার সুলতানার বোলাররা। সুরাইয়া আজমিন, রুমানা আহমেদ, সালমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তারের তোপে পড়ে ক্রিজে আসা-যাওয়াতে শামিল হন স্বাগতিক দলের ব্যাটাররা। দলীয় ৬ রানেই ফিরে যান দুই জন। ২৮ রানে পড়ে ৫ উইকেট।

একদিকে উইকেট পড়তে থাকে, আরেক দিকে কমে আসতে থাকে ওভার। ফলে পুরো ২০ ওভার খেলেও রান করে ৯ উইকেটে মাত্র ৪৯। দলের হয়ে মাত্র দুই জন দুই অংকের রান করেন। ওপেনার উইনিফ্রেড দুরাইসিংগাম ১২ ও মাস এলিশা ১১। সুরাইয়া ৭ ও রুামানা ৪ রানে নেন ২টি করে উইকেট। রিতু, সালমা ও নাহিদা নেন একটি করে উইকেট।

ছোট্ট টার্গেট। করতে হবে পাক্কা ৫০ রান। দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন মিলেই সেই রান প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু দলীয় ৩৮ রানে শামীমা আউট হয়ে গেলে তা আর সম্ভব হয়নি। শামীমা ১৯ বলে চারটি চার ও একটি ছক্কায় করেন ২৮ রান। জুটিতে তাদের ৩৮ রান এসেছিল ৪.৬ ওভারে। এই জুটি ভেঙ্গে যাওয়ার খানিক পরই দলীয় ৪৪ রানে আউট হয়ে যান আরেক ওপেনার মুর্শিদা খাতুনও। তিনি ১৬ বলে এক চারে ১৪ রান করেন।

এর পর জয়ের বাকি কাজ সারেন দলনেত্রী নিগার সুলতানা ও ফারজানা হক । স্কোর সমান হয়ে যাওয়ার পর জয় সূচক রান আসে এলিশার ওভারে ফারজানা হকের ব্যাট থেকে চার মেরে। ফারজানা ৭ ও নিগার ৩ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন রুমানা আহমেদ।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..