1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ, খেলতে পারবেন না পিএসএল

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হয়েছে। আপাতত তাই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পারবেন না তিনি। ব্যাপারটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে।

হাসনাইনের বোলিং অ্যাকশনের পরীক্ষা চালানোর পরে পিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘পিসিবি হাসনাইনের টেস্টের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে একটি বিশদ প্রতিবেদন পেয়েছে শুক্রবার, যেখানে বলা হয়েছে হাসনাইনেরর কনুই ১৫ ডিগ্রি সীমা অতিক্রম করেছে।’

পিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পিসিবি রিপোর্টটি নিয়ে তার নিজস্ব বোলিং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে এবং আত্মবিশ্বাসী যে সমস্যাটি সমাধান করা যেতে পারে। পিসিবি এখন একজন বোলিং পরামর্শদাতা নিয়োগ করবে যিনি হাসনাইনের অ্যাকশন ঠিক করতে কাজ করবেন।’

পিসিবি আরও জানিয়েছে, অ্যাকশন অবৈধ হওয়ায় পাকিস্তান সুপার লিগে খেলতে দেওয়া হবে না হাসনাইনকে।

এরআগে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি বিগ ব্যাসে খেলার সময় হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে অবশ্য তার অ্যাকশনের পরীক্ষা করা হয় লাহোরে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে। যেখান থেকে টেস্ট পাঠানো হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে। তারা শুক্রবার দিয়েছেন ফল। এরপরই হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার খবরটি নিশ্চিত করে পিসিবি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..