শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হয়েছে। আপাতত তাই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পারবেন না তিনি। ব্যাপারটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে।
হাসনাইনের বোলিং অ্যাকশনের পরীক্ষা চালানোর পরে পিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘পিসিবি হাসনাইনের টেস্টের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে একটি বিশদ প্রতিবেদন পেয়েছে শুক্রবার, যেখানে বলা হয়েছে হাসনাইনেরর কনুই ১৫ ডিগ্রি সীমা অতিক্রম করেছে।’
পিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পিসিবি রিপোর্টটি নিয়ে তার নিজস্ব বোলিং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে এবং আত্মবিশ্বাসী যে সমস্যাটি সমাধান করা যেতে পারে। পিসিবি এখন একজন বোলিং পরামর্শদাতা নিয়োগ করবে যিনি হাসনাইনের অ্যাকশন ঠিক করতে কাজ করবেন।’
পিসিবি আরও জানিয়েছে, অ্যাকশন অবৈধ হওয়ায় পাকিস্তান সুপার লিগে খেলতে দেওয়া হবে না হাসনাইনকে।
এরআগে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি বিগ ব্যাসে খেলার সময় হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে অবশ্য তার অ্যাকশনের পরীক্ষা করা হয় লাহোরে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে। যেখান থেকে টেস্ট পাঠানো হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে। তারা শুক্রবার দিয়েছেন ফল। এরপরই হাসনাইনের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার খবরটি নিশ্চিত করে পিসিবি।