রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : শীতের আমেজ এখনও শেষ না হলেও ঢাকায় দেখা মিলেছে গুঁড়িগুঁড়ি বৃষ্টির। শুক্রবার ১২ টা নাগাদ শুরু হওয়া বৃষ্টি থামেনি বিকেলেও। শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সিলেট সানরাইজার্স এবং ফরচুন বরিশালের ম্যাচ। তাতে এক পয়েন্ট করে ভাগাভাগি হয়েছে বরিশাল এবং সিলেটের মাঝে।
বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের কারণে শুক্রবার দুপুর ১২ টা থেকে থেকে মিরপুরে শুরু হয়েছে বৃষ্টি। যার প্রভাব পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট এবং বরিশালের ম্যাচে। দুপুর দেড়টায় মাঠে নামার কথা ছিল এই দুই দলের।
বেরসিক বৃষ্টি না থামায় বিকেলেও মাঠে নামা হয়নি সাকিব আল হাসান-মোসাদ্দেক হোসেন সৈকতদের। ফলে বিকেল ৩ টা ৪৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। তাতে এক পয়েন্ট করে ভাগাভাগি হয়ে দুই দলের মাঝে।
বিপিএলের এবারের আসরে ৭ ম্যাচ খেলেছে বরিশাল। যেখানে ৪ জয়ের বিপরীতে দুটি ম্যাচে হেরেছে সাকিবের দল। তাতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি। এদিকে ৬ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে সিলেট।
মিনিস্টার ঢাকাকে হারানো দলটির পয়েন্ট মোটে তিন। তাতে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। এদিকে ৫ ম্যাচের চারটিতে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের দুইয়ে।