সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
জামালপুরের সরিষাবাড়ীতে জগন্নাথগঞ্জ এলাকায় ট্রাক খাদে পড়ার ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন তিনজন। আজ শুক্রবার ভোরে তারাকান্দি-ভূঞাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে লোহার যন্ত্রাংশ ছিল।
নিহত ব্যক্তিরা হলেন আবদুল বারেক (৬০), রিয়াজ উদ্দিন (৫০) ও নাজির উদ্দিন (৫১)। আহত ব্যক্তিরা হলেন হযরত আলী (৬০), শহীদ মিয়া (৪০) ও আয়েজ উদ্দিন (৫২)।
আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিক আবদুল বারেক ও রিয়াজ উদ্দিনের বাড়ি পোগলদিয়া ইউনিয়নের সাঞ্চারপাড় গ্রামে। নাজির উদ্দিনের বাড়ি একই ইউনিয়নের পুঠিয়ারপাড় গ্রামে। আহত ব্যক্তিদের বাড়িও একই এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় তারাকান্দি-ভূঞাপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি সড়ক থেকে খাদে পড়ে যায়। ট্রাকের চালক আনিছুর রহমান পালিয়ে গেছেন। এ সময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকদের তিনজন ট্রাকের নিচে চাপা পড়েন। অপর তিন শ্রমিক ট্রাক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সকালে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ট্রাকের নিচ থেকে লাশগুলো উদ্ধার করে।