শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
আর্ন্তজাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় অন্তত ২৭ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ সেনা।
শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এক বার্তায় কর্তৃপক্ষ জানান, মন্দোরো এলাকার ওই ঘাঁটিতে হামলার জন্য অন্যান্য অস্ত্রের সঙ্গে গাড়ি বোমাও ব্যবহার করা হয়। এতে অন্তত ৭ সেনা সদস্য এখনো নিখোঁজ রয়েছেন।
তবে হামলার জন্য কারা দায়ী সে বিষয়ে জানালেও সন্দেহভাজনদের ধরতে পরিচালিত অভিযানে ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানানো হয়। মালিতে আল কায়েদা ও ইসলামিক স্টেট দুটি জঙ্গি সংগঠনই সক্রিয় রয়েছে।