1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

পাকিস্তানের বিবর্ণ দিনে অজিদের বিশাল লিড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৬২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সাড়ে পাঁচশ পার করে প্রথম ইনিংস ঘোষণার পর ছড়ি ঘোরাচ্ছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে প্রথম টেস্টের পুনরাবৃত্তি ঘটাতে পারেনি বাবর আজমের দল। দেড়শর আগেই গুটিয়ে ফলোঅন শঙ্কায় পড়েছিল স্বাগতিকরা। অবশ্য তাদের আবারও ব্যাটিংয়ে পাঠায়নি অজিরা। নিজেরাই নেমে গেছে ব্যাট করতে। তৃতীয় দিন শেষে ইতোমধ্যে ৪৮৯ রানের বিশাল লিড পেয়েছে তারা। আজ সোমবার (১৪ মার্চ) করাচি টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৮১ রানে শেষ করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৫৬ তুলে ইনিংস ঘোষণা করেছিল তারা। দুদিনের খেলা বাকি, ৯ উইকেট হাতে রেখে ৪৮৯ রানের লিড নিয়ে ফেলেছে প্যাট কামিন্সের দল।

তৃতীয় দিনের বিকেলে ব্যাটিংয়ে নেমে ২০ রানের মাথায় ওপেনার ডেভিড ওয়ার্নারকে হারায় অজিরা। এই বাঁহাতি ওপেনার ফিরেছেন ৭ রান করে। উসমান খাজা ৩৫ ও মার্নাস লাবুশেন ৩৭ রানে চতুর্থ দিনে লিড বাড়াতে নামবেন।

আগেরদিনের ৫০৫ রান নিয়ে সকাল শুরু করে আরও ৫১ যোগ করে ইনিংস ছাড়েন কামিন্স। দুটি করে উইকেট তুলেছেন ফাহিম আশরাফ ও সাজিদ খান।

অজিদের রানের পাহাড়ের সামনে পড়ে ২৬ রানের মাথায় ওপেনার আবদুল্লাহ শফিককে হারায় পাকিস্তান। পরে একের পর এক ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে তারা। সর্বোচ্চ ৩৬ রান আসে অধিনায়ক বাবরের ব্যাটে। বাকিদের কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ১৪৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দলটি।

অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলেছেন মিচেল স্টার্ক।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া-৫৫৬/৯ (ইনিংস ঘোষণা) ও ৮১/১; পাকিস্তান-১৪৮ (তৃতীয় দিন শেষে)।

 

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..