মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে এক সেনা সদস্যের বাড়ীতে দিনের বেলা ঘরের টিনের চাল ভেঙ্গে চুরি সংঘঠিত হয়েছে।
সোমবার বিকালে মাধবপুর ইউনিয়নের মনিপুরী পল্লী ঝপলারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
সেনা সদস্যের স্ত্রী সুবর্না সিংহ জানান, আশিষ সিংহ কুমিল্লা ক্যান্টরমেন্ট এ কর্মরত রয়েছেন। বাড়ীতে শাশুড়ীসহ সন্তানরা বসবাস করেন। দিনের বেলা তার শাশুড়ী বাজার করতে মাধবপুর বাজারে যাওয়ার সময় ঘর তালাবদ্ধ করে টাকা উত্তোলন করতে যান। এ সময় বাড়ী ফাঁকা পেয়ে চোর ঘরের টিনের চালা কেটে চুরি করে পালিয়ে যায়। বাড়ী ফিরে ঘর খোলা দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখেন ঘরের আসবাবপত্র তছনছ করে রেখে ঘরে রক্ষিত ৪ ভরি স্বর্নলংকারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় এসআই মহাদেব বাচার, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।