সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
আব্দুল বাছিত খান :: এবিএলএ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) এর পক্ষ থেকে সিলেট পানিবন্ধি মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্টিত হয়। ২১ জুন বিকালে সিলেট গোয়াইনঘাট উপজেলার সুন্দরগাও এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। প্রায় ২শতাধিক লোকের মাঝে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। একই দিন সিলেটের গোয়াইনঘাট ও মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় ২ শতাধিক লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন ডা: তানভীর আহমদ তমাল। এসময় উপস্তিত ছিলেন
এবিএলএ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) এর বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম, সাংবাদিক মশাহিদ আহমদ,আব্দুল বাছিত খান,চিনু রঞ্জন তালুকদার, সংগঠনের সদস্য আব্দুল মুমিন, সেলিম আহমদ,রাহাত আহমদ শিপন।
এবিএলএ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) এর বাংলাদেশ এর সভাপতি তাওহিদ ইসলাম জানান, আমাদের সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সেবা ও খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।।