মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন রেজি. নং বি-৭৭ এর অন্তর্ভুক্ত মনু-দলই ভ্যালী কার্যকরী পরিষদ কর্তৃক বিসিএস ও বিসিএস ইউ এর মধ্যকার ২০২১-২০২২ খ্রি: দ্বিপাক্ষীক শ্রমচুক্তি বিলম্বিত ও মালিক পক্ষের টালবাহানার প্রতিবাদে সড়ক অবরোধ, কর্মবিরতি, মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের সাধারণ চা শ্রমিকরা। ৯ আগষ্ট সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শত শত চা শ্রমিকরা মিরতিংগা চা বাগান টু ভৈরবগঞ্জ বাজার রোডে অবস্থান নিলে ২ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ৭টি ভ্যালী কর্মবিরতি ও মানববন্ধন পালন করে। এসময় বক্তব্য প্রদান করেন মনু দলই ভ্যালী সভাপতি ধনা বাউরী, বীর মুক্তিযোদ্ধা শ্রী কুল চন্দ্র তাতী, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক,মো: আব্দুল জব্বার, মাসুদ আলী, মানিক প্রসাদ পাল, নিশি গঞ্জু প্রমুখ।
বক্তারা জানান, মালিক পক্ষ ১৯ মাস ধরে চা শ্রমিকদের মজুরী নিয়ে বিভিন্ন প্রকার টালবাহানা করছেন। এই দেশে রোহিঙ্গাদের মুল্য আছে চা শ্রমিকদের কোন মূল্য নেই, করোনাকালীন সব কিছু বন্ধ থাকলেও চা বাগান বন্ধ হয়নাই, চা শ্রমিকরা জীবনের ঝুকি নিয়ে কাজ করেছেন। যে ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্য বৃদ্বি পাচ্ছে চা শ্রমিকরা না খেয়ে মরবে। ১২০ টাকা মজুরী দিয়ে তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। আগামী দুর্গা পূজার আগে নুন্যতম মজুরী ৩০০ টাকা করার জোর দাবি জানান চা শ্রমিকরা। দাবী মানা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে লাগাতার কর্মবিরতি পালনের হুশিয়ারী প্রদান করা হয়।