সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌর শহরের পৌরসভার সামনে পূর্ব শত্রুতার জেরে রিক্সা চালক শুকুর আলীকে (২০) খুন করেছে তার বন্ধু শাকিল মিয়া। শনিবার দুপুরে সুনামগঞ্জের উকিলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরের এলাকার ৮ নং ওয়ার্ডের মৃত সেজলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একসময় নিহত শুকুর ও শাকিল খুব ভালো বন্ধু ছিল কিন্তু গত ছয়মাস আগে শুকুরের সাথে শাকিলের দ্বন্ধ দেখা দেয়, পরে শুকুর আর শাকিলের ঐ বন্ধুত্ব ভয়ংকর রুপে শত্রুতায় পরিণিত হয়। প্রতিদিনের মত নিহত শুকুর আলী রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে পৌরসভার সামনে গেলে পিছন থেকে ঘাতক শাকিল তাকে চুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকলে শুকুর রিক্সা থেকে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে
নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ছুরিকাঘাত করে রিকশা চালকে খুন করা হয়েছে, আমরা ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছি, ঘাতক শাকিল কে ধরার জন্য আমরা অভিযান চালাচ্ছি।