বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় নিজ বসতঘরে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হোসাইন আহমদ (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশ হোসাইন নামের কিশোর শাহী ঈদগাহ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হোসাইন আহমদ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন মশালঘাট থানাধীন সাইজুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাঈনুল ইসলাম জাকির। তিনি জানান, এ বছরের ১৫ জানুয়ারি রাতে শাহী ঈদগাহ এলাকায় নিজ বসতঘরে কিশোরীকে ধর্ষণ করা হয়। কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজহারে অভিযোগ করা হয়।