মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইরফানুল হক (ইমরান) আর নেই। তিনি ১৭ নভেম্বর রবিবার দিবাগত রাত ২টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ২টায় মরহুমের নিজ এলাকা ঘাগটিয়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে প্রধান শিক্ষক ইরফানুল হক ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে তাকে কুলাউড়া শহরস্থ লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রবিবার দিবাগত রাত ২টার দিকে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রধান শিক্ষক ইরফানুল হকের অকাল মৃত্যুতে শিক্ষক সমাজসহ কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে।