মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীর উপর হামলার অন্যতম আসামী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আকাশ আহমদ (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় সদর ইউনিয়নের গাজিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকাশ উপজেলার জয়চন্ডি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিম্ফোরক আইনে দুইটি মামলা রয়েছে। কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানীমূলক পোস্ট এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর সশস্র হামলার আসামী হিসেবে তাকে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাকে কোর্টে সোপর্দ করা হয়।