মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শমশেরনগর রেলস্টেশনের কাছে পতনউষা ডাকবেল গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের এসআই আবু বক্কর অগ্নিকান্ডর ঘটনাটি নিশ্চিত করে বলেন, হঠাৎ ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ট্রেনের এসি কেবিনসহ ৩টি কেবিন আগুনে পুড়ে যায়। আগুন লাগার সাথে সাথে ট্রেনটি থামিয়ে দেওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকান্ডের ঘটনার ১ ঘন্টা পর পুড়ে যাওয়া ৩টি বগি রেখে ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।