মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :নইনার পার গ্রামে (১৯ নভেম্বর) বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। পুকুর ডুবে নিহত ছাদিয়া বেগম (৬) ওই এলাকার মো. কালন মিয়ার মেয়ে। পরে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু ছাদিয়ার মা আরজা বেগম জানান, পরিবারের সবার অগোচরে আমার মেয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেলে পরে পুকুরে ভেসে থাকতে দেখি। কর্তব্যরত চিকিৎসক কনক সিংহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।