বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি : মুষলধারে বৃষ্টি হচ্ছে সিলেটে। অন্যান্য বছরের জুন মাসের বৃষ্টিপাত রেকর্ডের তুলনায় এবছর জুন মাসে বেশি বৃষ্টিপাত হচ্ছে। অন্যান্য বছরের গড় হিসেবে জুন মাসে ৮১৮ দশমিক ৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছিল। কিন্তু চলতি বছর জুন মাসের ১৮ তারিখ পর্যন্ত ১ হাজার ২২৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২০০৬ সালে জুন মাসে ১ হাজার ২৪৪ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। তবে চলতি বছর জুন মাস জুড়ে সিলেটে আরোও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিগত বছরগুলোর জুন মাসের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।
এছাড়াও সিলেট অঞ্চলে শনিবার (১৮ জুন) ২৪ ঘণ্টায় ৩০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি ওই অঞ্চলের আবহাওয়ার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর আগে সিলেটে ২০০০ সালের ১২ জুন ৩৬২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ১৯৫৮ সালের ১৯ জুন, ৩৩৬ মিলিমিটার।
আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে আগামী কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯ ও ২০ জুন কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আগামী ২৭-২৮ জুন বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পুরো জুন মাস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।