1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

“ঘৃণা”- লেখক_গল্পকার_মেঘলা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৯৮ বার পঠিত

(পর্বঃ০৩)

★ কিরে মোহিতা,,আজ কয়েকদিন যাবত তুই এতো চুপচাপ যে, (মিলি)
বাসা থেকে বিয়ে ঠিক করেছে (মোহিতা)
কি বলিছ, কবে (মিলি)
আগামি ২ দিনের মধ্যেই, ছেলের বাবা মা বাইরে থাকে, তারা আসবে, ২দিন থেকে চলে যাবে, তাই ২দিনের মধ্যেই আমাদের বিয়ে দিয়ে দিতে চায়,,(মোহিতা)
কিরে মহিতা কিছু শুনেছিস এইদিকে কি হয়েছে,,,, (মোহিতার আর একজন ফ্রেন্ড সুনয়না এসে বললো)
কি হয়েছে, (মোহিতা)
আমাদের ভিপি ২দিনের জন্য সিংগাপুর যাচ্ছে, আর এই ২দিনের জন্য ভিপির দায়িত্বটা তামিম ভাইয়াকে দিয়ে যাচ্ছে,, (সুনয়না)
কি বলিস, আমাদের ভিপি সিংগাপুর যাচ্ছে, যাক ভালোই হলো, (মোহিতা)
তোকে ডাক পাঠিয়েছে তাড়াতাড়ি যা,, আমার ক্লাস আছে আমি গেলাম (সুনয়না কথাটা বলেই চলে গেলো)
আমাকে কেন ডাকছে (মোহিতা)
যেয়ে দেখ কি বলে, তার উপর তোরও তো বিয়ে, যা বিয়ের দাওয়াতও দিয়ে আসিস,(মিলি)
হুম কথাটা ঠিকি বলেছিস আমি যাই কেমন (মোহিতা কথাটা বলেই চলে গেলো)
*
★ আমাকে ডেকেছেন (মোহিতা)
বাবা ডাকার সাথেই হাজির, (সাজ্জাদ)
অবাক হওয়ার কিছু নেই দাওয়াত দিতে আসলাম আপনাকে (মোহিতা)
কিসের তোমার বিয়ের দাওয়াত নাকি (সাজ্জাদ)
আপনি কি করে জানলেন! ( বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলো মোহিতা)
জানলাম আর কই, ভেবে নিলাম, (সাজ্জাদ)
কি ভেবে নিলেন (মোহিতা)
এটাই যে, তুমি ভয়ে পালিয়ে যাচ্ছো, (সাজ্জাদ)
মটেও না,আমি আমার বাবা মায়ের কথা শুনি, ওনারা যা বলে আমি তাই মেনে চলি, এটাকে ভয় বলে না,,বলে বাবা মায়ের সম্মান রক্ষা করা,,(মোহিতা)
ভালো তো,বাবা মায়ের সম্মান রক্ষা করা,,,কিন্তু তুমি হয়তো তোমার ৭দিনের কথাটা ভুলে গিয়েছো, (সাজ্জাদ)
ভুলিনি, মোহিতা কিছু ভুলে না,,কাল বাদে পরশু আমার বিয়ে, তাই দয়া করে আপনাকে ছেড়ে দিলাম, (মোহিতা)
ও তাই, ঠিক আছে দয়া করে আমিও ছেড়ে দিলাম কারণ কাল আমি সিংগাপুর যাচ্ছি, (সাজ্জাদ)
ভয়ে পালিয়ে যাচ্ছেন (মোহিতা)
কি, ভয় আর আমি,, হাহাহা,,হাস্যকর, কিন্তু আমি কেন ভয় পাবো, ভয় পেয়ে তো তুমি আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছো, (সাজ্জাদ)
আমার বিয়েটা নিজের চোখের সামনে দেখতে পারবেন না দেখেই তো পালিয়ে যাচ্ছেন, (মোহিতা)
ও,,তাহলে সময় হলেই বুজে নিও, আসলে ভয়টা কে পাচ্ছে,, ভালোবাসি তোমাকে, ভয়ে পালিয়ে যাওয়ার জন্য ভালোবাসিনি (সাজ্জাদ)
ঘৃণা করি আপনাকে আমি শুধু ঘৃণা,,,আসছি (মোহিতা কথাটা বলেই চলে গেলো,)
★ কিরে মোহিতা, কথা বললি (মিলি)
হুম, (মেহিতা)
কি বলল (সাজ্জাদ)
কি আবার বলবে, ওনি সিংগাপুর যাচ্ছে এটাই (মোহিতা)
ও আচ্ছা, যাই হোক, তোর সাথে যার বিয়ে হচ্ছে কোনো ছবি আছে তোর কাছে (মিলি)
না,,(মেহিতা)
ও, আচ্ছা তোর বরকে দেখতে কেমন (মিলি)
আজব, আমি কি করে বলব আমি কি দেখেছি নাকি, তোর যদি এতোই দেখার শখ কাল বাদে পরশুতো বিয়ে, বিয়েতাই দেখে নিস,(মোহিতা)
কি বলিস,তুই না দেখেই বিয়ে করছিস (মিলি)
হুম, দেখার প্রয়োজন মনে করি না, আজ বাসায় তাড়াতাড়ি যেতে হবে, শপিংয়ে যাবো, থাক তুই আমি গেলাম (সাজ্জাদ বলেই মোহিতা চলে গেলো)
★ মোহিতার বিয়ের দিন বাড়ি ভর্তি মানুষ,সবাই উৎসবে মেতে উঠেছে,,,
এই বর এসেছে আমি গেলাম, বরকে দেখতে হবে না, (মিলি)
আরে বরকে দেখার কি আছে, আমার যখন বিয়ে হবে তখন তো দেখবিই, (মোহিতা)
আরে তখন দেখা আর এখন দেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ, আমি গেলাম (মিলি বলেই চলে গেলো,,,)
কিছুক্ষণ পর মিলি মেহিতার কাছে আসলো,
কিরে মোহিতা, এটা কাকে বিয়ে করছিস, (মিলি)
কেন,কি হয়েছে ( মেহিতা)
আরে মুখ ঢেকে এসেছে, তাদের বাড়ির নিয়ম, বিয়ের আগে নাকি বরকে কেউ দেখতে পারবে না,(মিলি)
কি বলিস,এটা আবার কেমন নিয়ম (মোহিতা)
সেটাই তো বুজতেছি না, (মিলি)
যাই হোক ভালোই হয়েছে, বিয়ের আগে আমার বরকে কেউ দেখবে না,,কারো নজর লাগবে না আরকি,হিহিহি (মোহিতা)
ওমা তোর বরের দিকে আমি বুজি নজর দেবো,(মিলি)
দিতেও পারিস বলা যায় না ( মিলি)
আমার বয়ে গেছে, তোর বরের দিকে নজর দেওয়ার (মেহিতা)
না দিলেই ভালো (মেহিতা)
আমার একজনের জন্য খারাপ লাগতেছে(মিলি)
কার জন্য (মোহিতা)
আমাদের ভিপি সাজ্জাদ ভাইয়ার জন্য (মিলি)
দিলিতো আমার মুডটা নষ্ট করে, এতো ভালো একটা দিনে এরকম খারাপ নাম কেউ মুখে নেয় নাকি বল (মোহিতা)
আচ্ছা, একটা মানুষ তোকে এতটা ভালোবাসে, তার ভালোবাসার এইটুকু মূল্য তুই দিলি না (মিলি)
আমি ওনাকে ঘৃণা করি, শুধু ঘৃণা করি, তার জন্য কোনে ফিলিংস নেই আমার মধ্যে বুজলি, (মোহিতা)
হুম বুজেছি, (মিলি)
যাই হোক এইসব বাদ দে, আর দেখতো ওদিকের কি খবর (মোহিতা)
হুম দেখছি (মিলি)
দেখতে দেখতে মোহিতার বিয়ে হয়ে গেলো, তাকে নিয়ে গেলো,,
মোহিতা বাসর ঘরে বসে আছে আপেক্ষা করছে, তার স্বামীর জন্য, খুব সুন্দর করে সাজানো ঘরটা, মোহিতা বসে বসে ভাবছে,
পুরা ঘরটা আমার প্রিয় রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো, সবকিছুই কেমন আমার পছন্দের জিনিস দিয়ে সাজানো, ঠিক যেন আমার মনের মতে সবকিছু , জানি না যার সাথে বিয়ে হয়েছে সে কেমন হবে, তাকে তো দেখিও নি, সাজ্জাদের হাত থেকে বাঁচতে, কাকে বিয়ে করেছি জানিও না,, (মেহিতার ভাবনাকে ছেদ করে কেউ দরজা খুলে ভিতরে প্রবেশ করলো, মেহিতা দরজা খুলার শব্দ শুনে ঠিক মতো বসলো,দরজা ভিতর দিয়ে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে মেহিতার কাছে আসলো, মোহিতার ঘোমটাটা সরাতেই মোহিতা বলে উঠলো,,,
একি,,,,,, তু,,,,,,,,

চলবে………..

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..