1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনেরসিলেট জেলা কমিটি অনুমোদন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৫১ বার পঠিত

সিলেট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সিলেট জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজল দেওয়ান ও সাধারণ সম্পাদক লতিফ সরকার সাক্ষরিতকমিটিতে সভাপতি হয়েছেন বাউল কালা মিয়া এবং বাউল পথিক রাজুকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কমিটির কার্যকরী পরিষদ গঠন করা হয়। কমিটিতেঅন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি বাউল উদাসী মুজিব, সহ সভাপতি পদে বাউল আব্দুররউফ উদাসী, বাউল বাবুল সরকার, বাউল সুভাগৗ রুবি। যুগ্মসাধারণ সম্পাদকব পদে বাউল প্রবাসী নুরুল, বাউল নোমান উদ্দিন রিপন, সহ সাধারণ সম্পাদকপদে বাউল শাহ সিদ্দিকুর রহমান চিশতী। সাংগঠনিক সম্পাদক পদে বাউল কাশেম সরকার, সহ সাংগঠনিকসম্পাদক পদে বাউল দারা খান। কোষাধ্যক্ষ বাউল মাছুম জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকবাউল দেওয়ান কালা, দপ্তর সম্পাদক বাউল কানাইলাল সরকার, সহ দপ্তর সম্পাদকের ৩টি পদেআছে বাউল সুলতান সরকার, বাউল সুলতান আহমদ আজাদ ও বাউল আব্দুল করিম। সমাজ কল্যাণ সম্পাদকপদে বাউল আশরাফ উদ্দিন, মহিলা সম্পাদদিকা পদে তানিয়া সরকার, তথ্য প্র্রচার সম্পাদকবাউল জাহেদ সরকার, কার্যকরী সদস্য পদে আছেন বাউল ছাবিনা আক্তার রুজি। কমিটিঅনুমোদনকালে বাউল কাজল দেওয়া বলেন, দেশের আনাচে কানাচে আমাদের বাউলরা অবহেলিত অবস্থায়রয়েছেন। আমাদের অভিভাবক সংসদ মমতাজ বেগমের একটাই নির্দেশনা বাংলার সব বাউলদের একই ছাতারনীচে আনতে হবে।তাই ক্রমান্বয়ে দেশের সব অঞ্চলে কমিটি গঠন করে বাউলদের একত্রিত করা হচ্ছে।অচিরেই জাতীয়ভাবে একটি বাউল সম্মেলন করতে ইচ্ছা পোষন করেছেন তিনি। আর সেই সম্মেলনেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের সাড়ে ষোল কোটি মানুষের কান্ডারি জাতির পিতাবঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দিন বেশি দূরে নয় খোদ প্রধানমন্ত্রীরসামনে দাঁড়িয়ে আপনাদের মনের না বলা কথাগুলো প্রকাশ করতে পারবেন। এখন সময় এসেছে আমরাবাউলরা একত্রিত হওয়ার। সংগঠনের মাধ্যমে সংগঠিত থাকলে সরকারের অনেক সুযোগ সুবিধা পাওয়াযাবে, এমনটি আশা প্রকাশ করেন তিনি। তার কথায়, আজ বিচ্ছিন্নভাবে থাকায় বাউলরা অবহেলিতপর্যায়ে রয়েছেন। আমরা আশাবাদি খুব শিগগিরই বাউলদের সুদিন ফিরে আসবে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..