শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীতে এক তরুণের রহস্যজনক মৃত্যু ঘটেছে। সোমবার (৭ জুন) সকালে নগরীর কাজিটুলার একটি বাসা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর দুপুর দেড়টার দিকে ওই তরুণের মৃত্যু হয়।
নিহতের নাম রাবিদ আহমদ নাজিম (২৭)। তিনি সিলেটের শাহপরাণ থানার পিরেরবাজার এলাকার আটগাও কেউয়া গ্রামের নুর মিয়ার ছেলে।
নাজিমের ভাই জামিল আহমদ জানান, আজ সকালে আমার বাবাকে কাজিটুলা থেকে কে বা কারা ফোন করে বলেন- আমার ভাই নাজিম পাঁচতলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে আমরা দ্রুত ওসমানী হাসপাতালে এসে আমার ভাইকে মৃত দেখতে পাই। এর আগে গতকাল রাতে কে বা কারা আমার ভাইকে ফোন করে কাজিটুলায় নিয়ে আসে। রাতে আর সে বাড়ি ফেরেনি। রাতে তার ফোনও বন্ধ ছিলো। এখনও বিস্তারিত কিছু জানি না।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আবু ফরহাদ বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। এখনও বিস্তারিত জানা যায়নি।