সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বন্যার পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বাহার উদ্দিন (৪০) উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির আব্দুল্লাহপুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
বুধবার দিবাগত রাতের কোনো এক সময় তার মৃত্যু হয় বলে জানান পরিবারের সদস্যরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ থেকে বাহার উদ্দিনের ঘরে পানি উঠে। পরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয় বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে উঠেন। বুধবার বিকেল তিনি তার ডুবে যাওয়া ঘর দেখতে যান। এরপর পরিবারের সদস্যদের মোবাইল ফোনের মাধ্যমে জানান- তিনি বাড়িতে রাত্রিযাপন করবেন।
বৃহস্পতিবার সকালে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বাড়িতে এসে দেখেন, ঘরে পানির মধ্যে তার লাশ ভাসছে। পরে স্থানীয়দের সহায়তায় বাহারের লাশ উদ্ধার করে বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে- পানিতে ডুবে বাহার উদ্দিনের মৃত্যু হয়েছে।